আপনার লেপটপ এ পাটিশান c তে উইনডোজ না নিলে করনীয়।
সবাইকে
আমার ব্লগ এ স্বাগতম। অনেক সময় আপনার লেপটপ এ c পাটিশনে অপারেটিং সিস্টেম না নিলে
কি
করবেন তা আজকে আলাপ করব। প্রথমে আপনার লেপটপ এর প্রয়োজনীয় পাইল গুলো কপি করে
নে অন্য কোন কম্পিউটারে। তারপর কাজ শুরু করুন। আপনি আপনার উইন্ডোজ সিডিটা প্রবেশ
করান। তার পর নিয়ম মত উইনডোজ দিন যখন পাটিশন লুকেশান চাইবে তখন আপনার পাটিশন
গুলো ভেঙ্গে ফেলুন। নতুন করে পাটিশন বানান ধরুন আপনার c ড্রাইবটা প্রথমে ৪০ জিবি ছিল এখন এটাকে ৪৫ জিবি করে
দেখুন এবার চেষ্টা করে দেখুন। যদি তাতে না হয় বুঝবেন আপনার হাড ডিক্স এ অন্যকোন
প্রবলেম আছে তবে তার পর আপনি উইনডোজ দিতে পারবেন তা কিন্তু অন্য ড্রাইবে আপনি
অন্য যে ড্রাইবে উইনডোজ অপারেটিং সিস্টেম চালু করবেন তা আপনার c ড্রাইবে যতটুকু ছিল তার পরিমান করে পাটিশন
বানান যেমন ধরুন ৪০ ছিল। এবার আপনি আপনার সিস্টেম লুকেশন টা ধরিয়ে দিয়ে উইনডোজ
অপারেটিং সিস্টেম শুরো করুন হয়ে যাবে তবে একটু স্লু হতে পারে তাতে কোন সমস্যা
নেই। আপনার লেপটপ এর পারপরমেন্স টিক থাকলে তা উপলব্দি করা যাবে না। আজ এই খানে
সমাপ্তি করলাম বেশি ব্যস্ততার জন্য তেমন পুষ্ট করতে পারতেছি না। তবে ফ্রি হলে যথা
সম্ভব পুষ্ট করার চেষ্টা করব ইনশা আল্লাহ।
No comments:
Post a Comment
Thanks For Your Comments.