21 April 2013

আপনি কি একজন ফ্রিল্যান্সার হতে চান বা বায়ারদের কাছে ইন্টারভিউ দিয়ে কাজ পেতে চান? তবে ইন্টারভিউতে যে ৮টি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন তা নিয়ে আজ আমার আলোচনা!


আমি আমার ব্লগে আগে কখনো ফ্রিল্যান্স সম্মন্দে লিখি নাই তবে আমি আজ লিখলাম কারণ আমি জানি ফ্রিল্যান্সিং এ আজ অনেক কম্পিটিশান তাই কাজ পাওয়া অনেক কঠিন হয়। আমরা কম বেশি একাউন্ট খোলে বসে আছি কাজের জন্য বিড করতে পারতেছিনা আবার বিড করেও কাজ হচ্ছে না বায়ার এর কাছে ইন্টাভিউ দিতে গিয়ে কাজ হয় না। তাই আমার ভিজিটর বন্দুদের জন্য কি ভাবে বায়ারদের কাছে ইন্টারভিউ দিতে যে ৮ টি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন তা আলোচনা করব।


ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে বায়ারের সাথে ইন্টারভিউ খুবই গুরুত্বপূর্ণইন্টারভিউয়ে সন্তুষ্ঠ হওয়ার পরই বায়ার কাজ দিয়ে থাকেনবায়ারের সামনে নিজেকে এমনভাবে উপস্থাপন করতে হবে যেন মনে হয় আপনাকে হায়ার করাই হবে তাঁর উত্তম সিদ্ধান্ত!

অনেকে প্রায়ই প্রশ্ন করেন, ইন্টারভিউয়ের সময় কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবেএটি আসলে এক কথায় বলে দেয়া সম্ভব নয়ভাল ইন্টারভিউয়ের জন্য বেশ কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরীবিষয়গুলো নিয়ে পোস্টটির মাধ্যমে আলোচনা করার চেষ্টা করা হয়েছে

হাসিখুশি থাকার চেষ্টা করুন
ইন্টারভিউয়ের সময় হাসিখুশি থাকার চেষ্টা করুনস্কাইপ কিংবা ইমেইল, যেভাবেই যোগাযোগ হোক না কেন, বায়ার যেন বুঝতে পারে আপনি খুবই বন্ধুভাবাপন্ন তাঁর সাথে কথা বলে আনন্দ পাচ্ছেনলেখা/বলার মাধ্যমেই বোঝাতে হবে আপনি কাজের ক্ষেত্রে কতোটা আগ্রহী

মনোযোগ দিয়ে শুনুন
বায়ায়ের কথা মনোযোগ দিয়ে শুনতে হবেতিনি কি চাচ্ছেন, কি কাজ করাবেন, আপনাকে নির্বাচন করলে তাঁর প্রত্যাশাগুলো বুঝতে হবেবায়ার যা বলবে সেগুলো নোট করে রাখুন মনে রাখতে হবে, কাজটি সম্পর্কে যত আগ্রহ দেখাবেন বায়ার ততটাই সন্তুষ্ঠ হবেন

প্রজেক্ট সম্পর্কে প্রশ্ন করুন
যে কাজটি করতে যাচ্ছেন তা সম্পর্কে ভাল ধারণা না থাকলে কাজটি করা সহজ হবে না প্রজেক্টটিতে সর্বোচ্চ আউটপুট দিতে বায়ারের কাছ থেকে প্রয়োজনীয় বিষয়গুলো জেনে নিনযতক্ষণ ভালভাবে পুরো প্রজেক্ট সম্পর্কে না জানছেন ততক্ষণ পর্যন্ত জিজ্ঞাসা করতে পারেনঅনেকে মনে করতে পারেন বায়ার এতে রেগে যেতে পারেন কিন্তু এটি একেবারেই ভুল ধারণাআমাদের অভিজ্ঞতা থেকে বলতে পারি, বায়ার এতে বিরক্ত না হয়ে বরং আপনার আগ্রহ দেখে খুশি হবে

অভিজ্ঞতাকে তুলে ধরুন
ফ্রিল্যান্সিং করতে হলে ভাল পোর্টফোলিও থাকা জরুরীইন্টারভিউতে অংশ নেয়ার আগে সংশ্লিষ্ঠ কাজের পোর্টফোলিওগুলো রেডি রাখতে হবেযাতে বায়ার আগের কাজগুলো দেখতে চাইলে সেটি সহজেই প্রদর্শণ করা যায়কিভাবে আগের কাজটি করেছেন এবং নতুন বায়ারের কাজটি কিভাবে সম্পন্ন করতে পারবেন সেটি দেখাতে পারলে কাজ পাওয়া আর কেউ ঠেকাতে পারবে না

পরিকল্পনা শেয়ার করুন
পরিকল্পনা শেয়ার করে বায়ারকে বেশি সন্তুষ্ট করা যায়ক্লায়েন্টের কাজটি কিভাবে সম্পন্ন করবেন সে পরিকল্পনা শেয়ার করবেনভালহয় পুরো প্রজেক্টটি আপনি কিভাবে করবেন, কোনটির পর কোনটি ধরবেন এইটার বিস্তারিত প্রজেক্ট ফ্লো তুলে ধরতে পারলে

পেমেন্ট ডেডলাইন সম্পর্কে বিস্তারিত জানান
ফ্রিল্যান্সার হিসেবে আপনার সময়ের মূল্য অবশ্যই আছেআপনি কাজটি পাচ্ছেন কিনা সেটি জানার জন্য অবশ্যই আপনি ঘন্টার ইন্টারভিউ দিবেন না! তাই আপনাকে অবশ্যই আগে থেকে আপনার পেমেন্ট, সম্ভাব্য ডেডলাইনসহ সংশ্লিষ্ঠ বিষয়গুলো জানিয়ে দিতে হবেতাঁর সাথে আলোচনার মাধ্যমে নেগোসিয়েশন করতে পারেন

যোগাযোগের সময় জানিয়ে দিন
কাজের প্রয়োজনে বায়ারকে আপনার সঙ্গে যোগাযোগ করতে হবেআগে থেকেই যোগাযোগের ইমেইল, স্কাইপ আইডি এবং প্রয়োজনে ফোন নম্বরটি শেয়ার করতে হবেকখন অনলাইনে থাকবেন, কখন যোগাযোগ করবেন সেটি পরিস্কারভাবে জানিয়ে দিতে হবেআপনাকে তিনি হায়ার করবেন কিনা সেটা নিশ্চিত নয়, তবে প্রয়োজনে যেন যোগাযোগ করতে পারে সে সুযোগটি তৈরি করে দিতে হবে

প্রজেক্ট পাওয়া নিশ্চিত হোক কিংবা না হোক, অবশ্যই বোঝাতে হবে আপনি কাজটি করতে আগ্রহী, জানাতে হবে আপনার দক্ষতা একাগ্রতার কথাওনিজেকে প্রমাণ করতে হবে সব ভাল আউটপুট প্রদানকারী ফ্রিল্যান্সার হিসাবে

না বলতে শিখুন!
হুমায়ুন আহমেদের রাবেয়া- কথা মনে আছে আপনাদের? যে প্রতি বছরই প্রেগন্যান্ট হয়ে যেত যে মেয়েটা! তাঁকে যখন জিজ্ঞাসা করা হত কি ব্যাপার? তুমি আবার প্রেগন্যান্ট হলে কি করে?’ ‘আমি কাউকে না করতে পারি না!

ফ্রিল্যান্সার বন্ধুরা, এই না করতে পারার পরিণাম? ;-)

প্রফেশনাল কাজের ক্ষেত্রে আপনাকেও না বলতে শিখতে হবেক্লায়েন্ট আপনাকে আপনি যে বিষয়ে অভিজ্ঞ না সে বিষয়ে কাজ করতে বললে, কম মূল্যে কাজ করতে বললে কিংবা বিনামূল্যে স্যাম্পল করে দিতে বললে না বলতে হবেএতে কাজ পাওয়ার সম্ভাবনা কমবে না, বরং বাড়বেই!

No comments:

Post a Comment

Thanks For Your Comments.

Definition List