21 January 2013

নতুন ব্লগ তৈরী করুন।



সবাইকে আমার শুভেচ্ছা,
আজ আমি আপনাদের জানাবো কিভাবে একটি ব্লগ খোলতে হই এবং কিভাবে তার নতুন পেইজ ট্যাব তৈরী করতে হয়। তবে আগে আমার সম্পুন্য পোষ্টটি ধয্য সহকারে পডুন এর পর কাজ শুরু
করুন আপনি যদি সম্পূন্য না পরেন তাহলে ছোট খাট অনেক কিছু বাদ পরে যাবে যা আপনি ঠের ও পাবেন না। আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তারা সবাই যানেন ব্লগ কি। আর যারা ইন্টারনেট এ অভিজ্ঞ তাদের ব্লগ নাই এমন ব্যবহারকারী একদম কম পাওয়া যাবে। আর যারা জানেন না বা জানার অভিজ্ঞাতা আরও পেতে চান তারা আমার এই পোষ্ট দেখে দেখে একটি পুরণাঙ্গ ব্লগ তৈরী করতে পারেন। এবার আমরা শুরু করতে পারি কিভাবে একটি ব্লগ খোলা যায়।
প্রথমে আপনাকে সাইন আপ করতে হবে, সাইন আপ করতে এই খানে ক্লিক করুন ।
তার পর আপনারা যেভাবে ইমেইল একাউন্ট সাইন আপ করেছেন টিক সে ভাবে সাইন আপ করুন। আপনি চাইলে আপনার পুরাতন ইমেইল দিয়ে সাইন আপ করতে পারেন তার চাইতে ভাল হই আপনি ব্লগ এর ডুমেই নেম যেটা দিবেন তার নাম দিয়ে ইমেই খোলতে। সাইন আপ করার পর আপনার ব্লগ এর ডিসবোড আসবে এখানে গিয়ে আপনাকে একটা টেমপ্লেট বাচাই করতে হবে যেটা আপনার পছন্দ তা পাবেন টেমপ্লেট ডিজাইনে। তার পর দেখুন আপনার ব্লগ এর ভিও কেমন হয়েছে। এবার আপনার ব্লগ এর শিরোনাম পরিবরতন করতে লেআউটে যেতে হবে, আপনি যদি বাংলাই খোলেন তাহলে শিরোনাম লেখা থাকবে আর যদি ইংরেজীতে খোলেন তাহ হেড লিখা থাকবে ওখানে গিয়ে এডিট লিখাতে ক্লিক করে আপনার পছন্দ অনুযায়ী হেডলাই দিতে পারেন। ব্যাস আপনার ব্লগ তৈরী হয়ে গেছে। এবার জানুন পোষ্ট সম্মন্দে ।
পোষ্ট:- আপনার ব্লগে কি পুষ্ট করবেন এটা আপনাকে বাছাই করতে হবে। মনে রাখবে আপনার ব্লগে এমন কিছু পুষ্ট করতে হবে যা পড়তে ভাল লাগবে যেমন......
অজানা কিছু, শিক্ষনিয় বিষয় বা আপনি যা যানেন অথবা আপনার ভাল লাগে এমন কিছু লিখবেন আপনার ব্লগে আর যদি না আপনি কিছু যানেন না বা এখন মনে পড়তেছে না তবে কি করবেন? গুগলে গিয়ে চাজ করুন আপনি কোন বিষয়টা পেতে চান তার পর আপনি এখান থেকে কপি-পেস্ট করুন। তবে মনে রাখবেন কপি-পেস্ট করবেন ভাল কথা অন্যের লেখা আপনি কপি-পেস্ট করলে আপনি একজন অপরাধী গুগল মামার চোখে এবং তার চোখেতো অপরাধীই হবেন আপনার পুষ্ট ব্লগে যদি তার লেখা হুবুহু পাই সে আপনাকে ব্লগে বিকল্পিত একটা কথা বলতে পারে তা আপনার খারাপ ও লাগতে পারে তাই আপনি করবেন কি?...  তার লেখাটি আগে ভাল করে পড়ুন এবং তা সম্পুন্য বুঝে তার পর আপনি আপনার মত করে সাজিয়ে লিখলে কোন সমস্যা নাই। এটা এখন আপনার লেখা বলাযেতে পারে। এবার আসুন আপনার লেখা কিভাবে পোষ্ট করবেন..... আপনাকে ব্লগ ডিসবোডে যেতে হবে, এখানে গিয়ে পোষ্ট অপশনে ক্লিক করুন নিউ পোষ্ট দেখতে পাবেন ওখানে গিয়ে আপনি আপনার পোষ্টটি লিখতে পারে বা কপি করে দিতে পারেন। লিখা রেডি হয়ে গেলে save ক্লিক করুন, তার পর update এ ক্লিক করুন ব্যাস আপনার লিখাটি publish হয়ে গেছে এবার আপনি ডিসবোড এর একদম উপরে blog view দেখতে পাবেন তাতে ক্লিক করুন বা আগে ভিউ করা থাকলে পেইজটি রিলোড করলে হয়ে যাবে। এবার জানুন আপনার ব্লগে নতুন পেইজ ট্যাব তৈরী...
নিউ পেইজ ট্যাব:- আপনার ব্লগের ডিসবোডে যান এবং পেইজে ক্লিক করুন এখানে দেখতে পাবে new page লিখা থাকবে এখানে গিয়ে দুটি অপশন দেখতে পাবেন ১/ blank page ২/ link page এখানে ব্লাম্ক পেইজে ক্লিক করে নতুন পেইজ বানাতে পারেন এবং আপনার পেইজ নেইম দিন যা নতুন ট্যাব এর নাম হিসেবে দেখা যাবে। এবার পেইজটি সেব করুন। কিন্তু সেব করা পরও পেইজ ব্লগ ভিউতে আসবে না এখানে আপনাকে আর একটা কাজ করতে হবে, আপনার তৈরী হওয়া পেইজ এর টিক ১/২ ইন্সি দুরে হাতের ডান পাশে show page আছে তাতে তিনটা অপশন আছে ১/ page view side.২/ page view up. ৩/ page don't show. । পেইজ ভিউ সাইড মানে আপনার হাতের ডান পাশে হবে কিনা, পেইজ ভিউ আপ মানে পেইজ গুলো উপরে দেখা যাবে কিনা, পেইজ ডোনট সু মানে পেইজ গুলো দেখা যাবে না। সাধারণত পেইজ ডোনট সুতে থাকে। এবার আপনি যেটা ইচ্ছা বেছে নিতে পারেন। তার পর আপনার পেইজ রিলোড করুন হয়ে গেছে ব্লগের নতুন পেইজ ট্যাব। আজ আমি আপনাদের এই পযন্ত দিতে পারিতেছি বলে খুব দু:খিত কিন্তু তার পরও ব্লগ সম্মন্দে আপনাদের আরও কিছু জানতে হলে আমাকে পোষ্টটির নিচে কমান্ড করে জানাতে পারেন। আর যদি না বুঝে থাকেন তাও কমান্ড করতে পারেন।




No comments:

Post a Comment

Thanks For Your Comments.

Definition List