ছবিসহ ভোটার তালিকা- ছবিসহ ভোটার তালিকা কেন?
আগামী নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন
কমিশন ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিগত দিনে দেখা
গেছে, নির্বাচন কমিশন প্রণীত ভোটার তালিকা জনগণের কাছে গ্রহণযোগ্যতা লাভ
করতে সমর্থ হয়নি। যে কারণে ২০০৭ সালের
শুরুতে অনুষ্ঠেয় ঘোষিত নবম জাতীয়
সংসদ নির্বাচন আর সম্পন্ন করা যায় নি। উল্লেখ্য যে, নির্বাচন কমিশন পরে এ
সংক্রান্ত যাবতীয় কার্যক্রম অকার্যকর বলে গণ্য করে আদেশ জারী করেছে।
ফেব্রুয়ারী ২০০৮ সালে নির্বাচন কমিশন পুনর্গঠনের পর একটি অবাধ, সুষ্ঠু ও
গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি
গ্রহণ শুরু করে এবং ভোটার তালিকা সংক্রান্ত বিতর্কের প্রেক্ষাপট বিশ্লেষণ
করে ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের সিদ্ধান্ত গ্রহণ করে। যেহেতু এ প্রক্রিয়া
পূর্বেকার পদ্ধতির চাইতে সম্পূর্ণ ভিন্ন এবং উন্নত তথ্য প্রযুক্তির যথাযথ
ব্যবহারের উপর নির্ভরশীল, তাই এ কারণে ব্যাপক প্রস্তুতি গ্রহণের প্রয়োজন
দেখা দেয়। এতে অর্থ প্রয়োজন প্রচুর। এ কাজ সম্পাদনের জন্য একটি প্রকল্প
প্রণয়ন করা হয়। ভোটার তালিকার যাবতীয় তথ্য কম্পিউটারে ডাটাবেজে সংরক্ষণ করা
হবে। ফলে আগামীতে তালিকা সংশোধন বা হালনাগাদকরণের কাজ অনেকটা সহজ হয়ে
যাবে। ভোটার তালিকার জন্য সংগৃহীত তথ্য ডাটাবেজে ধারণ করা হচ্ছে বিধায় এসব
তথ্যের বহুবিধ ব্যবহার সম্ভব। একারণেই ছবির পাশাপাশি আরো বায়োমেটিক্স তথ্য
(যেমন, ফিঙ্গারপ্রিন্ট বা হাতের আঙ্গুলের ছাপ) সংগ্রহ করা হচ্ছে। যা দিয়ে
দেশের সকল ভোটারকে পরিচয়পত্র প্রদান করাও সম্ভব হচ্ছে।
ছবিসহ ভোটার তলিকার নমুনা
পরিচয়পত্রের নমুনা
নিবন্ধন কাজে ব্যবহৃত ফর্মের নমুনা
No comments:
Post a Comment
Thanks For Your Comments.