14 March 2013

পরীক্ষার হলে করণীয় ।



. পরীক্ষার খাতায় সব তথ্য ঠান্ডা মাথায় পূরণ করবেতাড়াহুড়ো করবে নাসঠিকভাবে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোডসহ প্রয়োজনীয়
সব তথ্য যথাযথভাবে পূরণ করবেমনে রাখবে, এসব তথ্য ভুল হলে রেজাল্ট স্থগিত হয়ে যাবেতারপরও যদি কোনোরকম ভুল হয়ে যায় তাহলে সাথে সাথে হল পরিদর্শকের অথবা গার্ডের সহায়তা নেবে
. উপস্থিতির খাতায় স্বাক্ষর দিতে ভুল করবে না
. উত্তর লেখা শুরু করার আগে সম্পূর্ণ প্রশ্নটি অবশ্যই ভালোভাবে পড়ে নেবেভালো আকর্ষণীয় প্রশ্নের উত্তর প্রথমে দেয়া উচিতপ্রশ্নোত্তরের ধারাবাহিকতা বজায় রাখবে
. হাতের লেখা সুন্দর স্পষ্ট হওয়া উচিততবে সেই সাথে দ্রুত লেখার অভ্যাস করতে হবেহাতের লেখা সুন্দর না হলেও তা যেন স্পষ্ট আর পরিচ্ছন্ন হয় সেদিকে খেয়াল রাখবেলেখার সময় অযথা কাটাকাটি বা ঘষামাজা করবে নাকোনো শব্দ বা লাইন কাটতে হলে এক লাইনে এক টানে কেটে দেবে
. প্রতিটি বিষয়ে প্রতিটি প্রশ্নের পেছনে কতটুকু সময় ব্যয় করবে তা আগেই হিসাব করে নেবেবড় ছোট প্রশ্নের জন্য কমবেশি সময় হিসাব করে রাখবেএকই প্রশ্নের উত্তর অনেক বেশি লিখলে তাতে নাম্বার বেশি পাওয়া যায় নাশুধু শুধু সময় বেশি খরচ হয়ে যায়তখন দেখা যাবে সময়ের অভাবে দুএকটি প্রশ্নের উত্তর দিতে পারছ না
. উত্তরপত্র জমা দেয়ার অন্তত দশ মিনিট আগে লেখা শেষ করবেতারপর রোল রেজিস্ট্রেশন নাম্বারসহ গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখে নেবে
. সম্পূর্ণ খাতাটি একবার রিভিশন দেবে
. পরীক্ষার হলে কোনোভাবেই টেনশন করা যাবে নাঅত্যন্ত ধৈর্য ধরে শান্তভাবে পরীক্ষা দিতে হবেতা না হলে ভালোভাবে জানা প্রশ্নের উত্তরও এলোমেলো হয়ে যাবে
. পরীক্ষার হলে নকল করা সবচেয়ে গুরুতর অপরাধনিজে নকল না করেও অনেক সময় নকলের শিকার হতে হয়সে কারণে পরীক্ষা শুরু হওয়ার আগে বেঞ্চের নিচে বা আশপাশে কোনো কাগজ পড়ে আছে কিনা দেখে নেবেথাকলে তা সঙ্গে সঙ্গে পরিদর্শকের নজরে আনবে
১০. পরীক্ষা চলাকালে পাশের পরীক্ষার্থীর সাথে কথা বলা থেকে বিরত থাকবে

উৎস : ইন্টারনেট থেকে সংগৃহীত

No comments:

Post a Comment

Thanks For Your Comments.

Definition List