USB পেন ড্রাইভ থেকে Windows সেটাপ করা বা বুট করার ব্যাপারটা আমরা সবাই জানি। কিন্তু তৈরী করাটাই হল বিশাল ঝামেলার কাজ। অভীজ্ঞ ব্যবহারকারী ছাড়া সাধারন ব্যবহারকারীদের পক্ষে এই কাজ
বেশ কঠিন। তাই অনেকেই ইচ্ছা থাকলে ও করতে পারেন না। একটা ইউটিলিটি ব্যবহার করে খুব সহজেই এই কাজটা আপনারা করতে পারবেন। সেটি হল WinToFlash। WinToFlash ব্যবহার করে আপনি সহজেই Windows XP/Vista/7 এবং Windows Server 2003/2008 এর সেটাপ ইউএসবি ড্রাইভ তৈরী করতে পারবেন। এমন কি আপনি এই টুল ব্যবহার করে Windows Live USB ও তৈরী করতে পারবেন। এটি একটি ফ্রিওয়্যার এবং পোর্টেবল সফটওয়্যার। ডাউনলোড করতে এই ক্লিক করুন।
No comments:
Post a Comment
Thanks For Your Comments.