28 January 2013

আপনার পিসির পাটিশান ড্রাইভ গুলো ওপেন হচ্ছে না? তাহলে চেষ্টা করে দেখুন।



অনেক সময় ভাইরাসের জন্য আমাদের পিসির ড্রাইভগুলো ওপেন হয় না ওপেন করতে গেলেই দেখায় open with এটা আসলেই একটা
বিরক্তিকর অবস্থা এটা হয় সাধারণত autorun ভাইরাসের জন্য তাই আমাদের পিসির c,d,f বা এই জাতীয় ড্রাইভগুলো যখনই ওপেন করতে চাই আমরা ব্যর্থ হয়ে থাকি তাই আজকে দেখব কিভাবে এটার একদম সহজ সমাধান করতে পারবেন
নিচে সহজ সমাধানগুলো দেয়া হল :-

) Run গিয়ে টাইপ করুন cmd ( দেখবেন কমান্ড প্রমোট ওপেন হয়েছে )

) এবার টাইপ করুন cd\ তার পরে ইন্টার চাপুন ( কোটেশন দিবেন না )

) এবার আপনার ভাইরাস আক্রান্ত ড্রাইভ এর নাম দিন , যদি সি ড্রাইভ হয় তাহলে C: লিখে ইন্টার দিন

) এবার টাইপ করুন attrib -r -h -s autorun.inf.

) এবার টাইপ করুন del autorun.inf.

No comments:

Post a Comment

Thanks For Your Comments.

Definition List